সাম্প্রতিক কর্মকান্ড:
উপজেলা পর্যায়ে আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছেঃ
১ | গবাদিপশু-পাখির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি ।
|
২ | গবাদিপশু এবং হাঁসমুরগির টিকা প্রদান। |
৩ | গবাদিপশু-পাখির চিকিৎসা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ । |
৪ | গবাদিপশুর কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও বাছুরের তথ্য সংগ্রহ । |
৫ | গবাদিপশু-পাখির পুষ্টি উন্নয়নে স্থায়ী ঘাস চাষ সম্প্রসারণ এবং গবাদিপশুর গুণগত মানসম্পন্ন খাদ্য উৎপাদন, লাগসই প্রযুক্তির ব্যবহার, সুষ্ঠ সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন। |
৬ | ডিজিজ সার্ভিলেন্স। |
৭ | প্রাণিসম্পদের সম্প্রসারণ ও খামার ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিতে উঠান বৈঠকের আয়োজন ও প্রশিক্ষণ প্রদান। |
৮ | প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মূদ্রা অর্জন । |
৯ | নিরাপদ প্রাণিজাত পণ্য (দুধ, মাংস ও ডিম) উৎপাদন, আমদানী ও রপ্তানি বৃদ্ধিতে সহায়তা । |
১০ | মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ, খামার/ ফিডমিল/ হ্যাচারী পরিদর্শন, বাণিজ্যিক খামার রেজিস্ট্রেশন ও নবায়ন। |
১১ | গবাদিপশু-পাখির কৈলিকমাণ সংরক্ষণ ও উন্নয়ন।
|
১২ | প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি।
|
১৩ | প্রাণিসম্পদ সংক্রান্ত আইন, বিধিমালা ও নীতিমালা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা।
|
১৪ | সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ।
|
১৫ | প্রাণিসম্পদের সম্প্রসারণে খামার মনিটরিং ও টেকনিক্যাল/কারিগরী সহায়তা প্রদান।
|
১৬ | প্রাণিসম্পদের চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, মনিটরিং ও মূল্যায়ন।
|
১৭ | ভেটেরিনারি পাবলিক হেলথ (Veterinary Public Health) সার্ভিস প্রদান।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS