Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রাণিসম্পদ দপ্তর, রংপুর এর তথ্য বাতায়নে আপনাকে  স্বাগতম। একটি সুস্থ, সবল, বুদ্ধিদীপ্ত মেধাবী ও স্মার্ট জাতি গঠনের জন্য নিরাপদ, পর্যাপ্ত এবং মানসম্মত প্রাণিজপুষ্টি  সরবরাহের লক্ষ্যে  আপনার গবাদিপশু এবং হাঁস-মুরগিকে নিয়মিত টিকা দিন এবং কৃমিনাশক ঔষধ প্রয়োগ করুন।


ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা:

 

২০৩০ সালের  মধ্যে এসডিজি  অর্জনে এবং ২০৪১ সালে স্মার্ট বালাদেশ বিনির্মানে নিরাপদ প্রাণিজাত পণ্যের যথাযথো উৎপাদন নিশ্চিতকরণের লক্ষ্যে বাজার ব্যবস্থার সংযোগ জোরদারকরণ, পণ্যের বহুমূখীকরণ, ফুড সেফটি নিশ্চিতকরণ এবং ক্যাটল ইনসুরেন্স ব্যবস্থা প্রবর্তন করা হবে। গবাদি পশু-পাখির রোগ নিয়ন্ত্রণ ও নজরদারি , চিকিৎসা সেবার গুণগত  মান উন্নয়ন এবং রোগ অনুসন্ধান গবেষণাগার আধুনিকীকরণ করা হবে। দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে কৃত্রিম প্রজনন প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে গরু-মহিষের জাত উন্নয়ন এবং অধিক মাংস উৎপাদন ক্ষমতা সম্পন্ন গরুর জাত উন্নয়ন করা হবে। প্রাণিপুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ, খাদ্য প্রক্রিয়াজতকরণ প্রযুক্তির প্রসার, টিএমআর প্রযুক্তির প্রচলন, ঘাসের বাজার সম্প্রসারণ ও পশুখাদ্যের মান নিশ্চিতকরণে নমুনা পরীক্ষা কার্যক্রম জোরদার করা হবে। খামারির সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও উঠান বৈঠক কার্যক্রম জোরদারসহ প্রাণিসম্পদ সম্পর্কিত আইন, বিধি ও নীতিমালার অনুসরণে মোবাইল কোর্টের আওতা বৃদ্ধি করা হবে। তাছাড়া প্রাণিসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি প্রাণিজ আমিষের নিরাপত্তা বিধান, আপামর জনগোষ্ঠীর পুষ্টির চাহিদাপূরণ, রপ্তানি আয় বৃদ্ধি ও অভিষ্ট জনগোষ্ঠীর অংশ গ্রহনের মাধ্যমে কাঙ্খিত আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণ। সর্বোপরি, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট  এর ৯টি অভীষ্ট ও ২৮টি লক্ষ্যমাত্রা অর্জনে প্রাণিসম্পদ অধিদপ্তর ইতোমধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে যা সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।