শিরোনাম
ভেটেরিনারি চিকিৎসা সেবার মান উন্নয়ন ও আধুনিকায়নে- ভেটেরিনারী- ১.আল্ট্রাসনোগ্রাম ২.এক্সরে ৩.হেমাটোলজি ও ৪.বায়োকেমিষ্ট্রি এনালাইজার এর উপর হাতে কলমে প্রশিক্ষণ। স্থান - রংপুর চিড়িয়াখানা রংপুর। এ সময় উপস্থিত ছিলেন- ১. জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রং
বিস্তারিত
ভেটেরিনারি চিকিৎসা সেবার মান উন্নয়ন ও আধুনিকায়নে-
ভেটেরিনারী-
১.আল্ট্রাসনোগ্রাম
২.এক্সরে
৪.বায়োকেমিষ্ট্রি এনালাইজার এর উপর হাতে কলমে প্রশিক্ষণ।
স্থান - রংপুর চিড়িয়াখানা রংপুর।
এ সময় উপস্থিত ছিলেন-
১. জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রংপুর ।
২. জেলা ভেটেরিনারি অফিসার
জেলা প্রাণি হাসপাতাল রংপুর
ও
অতিরিক্ত দায়িত্ব রংপুর চিড়িয়াখানা, রংপুর।
৩. বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা রংপুর বিভাগ রংপুর।
৪. পরিচালক প্রাণিসম্পদ ঔষধাগার কাজী আলাউদ্দিন
রোড ঢাকা।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মঠ, পরিশ্রমী ও চৌকস ভেটেরিনারিয়ানদের এ প্রশিক্ষণ আশা করি অবলা প্রাণীগুলোর চিকিৎসা সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে ।